সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দর্শকছাড়াই বিপিএল! | চ্যানেল খুলনা

দর্শকছাড়াই বিপিএল!

এ মাসের ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ আসরে মাঠে থাকবে না কোনো দর্শক। শনিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বিপিএল গভর্নর কাউন্সিল।
বিপিএল গভর্নর কাউন্সিলের সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক জানান, এবারের বিপিএলে করোনার কারণে কোনো দর্শক থাকছে না। তার ভাষ্যমতে, ‘আসন্ন বিপিএলে মাঠে কোনো দর্শক প্রবেশ করতে দেওয়া হবে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা এটা মানতে বাধ্য।’

করোনার কারণে এ আসরে থাকছে না ডিআরএস পদ্ধতিও। এ সম্পর্কে মল্লিক বরেন, ‘ফ্রাঞ্চাইজির সঙ্গে ডিআরএন নিয়ে আলোচনার কিছু নেই। আমরা ডিআরএস পদ্ধতি পাচ্ছি না এবং এটা তাদের জানানো হবে।’
দেশে বর্তমানে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, ‘সরকারের সঙ্গে যে আলাপ-আলোচনা হয়েছিল সেখানে আমরা ৫০ ভাগ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার চিন্তা-ভাবনা করেছিলাম। কিন্তু এখন যদি সরকার মনে করে যে, ওমিক্রন ছড়ানোর সম্ভাবনার কারণে আমাদের আরও নির্দেশনা মানতে তবে আমরা রাজি। আলাপ-আলোচনা চলছে, পরিস্থিতির ওপর নির্ভর করছে সবকিছু, দেখা যাক আগামী দশ দিনের অবস্থা কী হয়।’
বৈশ্বিক মহামারির জন্য বাধাগ্রস্ত হচ্ছে খেলাধুলা। সম্প্রতি ক্রিকেটের বেশকিছু ইভেন্ট চলাকালীন করোনা আক্রান্ত হন ক্রিকেটার-কোচ- সাপোর্ট স্টাফরা। এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেছিলেন, ‘আইসিসির বিধিনিষেধ আছে। খেলার কোনো প্লেয়িং মেম্বার করোনা আক্রান্ত হলে তাকে আইসোলেট করে নেওয়া। যদি চারজন বা পাঁচজনের শরীরে এমনভাবে করোনা ছড়িয়ে যায় তবে আরেকটা প্রটোকল আছে। আমরাও সেই প্রটোকল ফলো করব।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ফকিরহাটে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

রেকর্ড গড়া জয়ে সাউদির বিদায় রাঙাল নিউজিল্যান্ড

বেকহ্যামের ডিজাইন করা বুট পেয়ে উচ্ছ্বসিত মেসি

শিরোপার লড়াইয়ে ৮১ রানে ৬ উইকেট হারাল ভারত

বাংলাদেশের হয়ে খেলতে তিন শর্ত দিয়েছেন সাকিব

দিঘলিয়ায় আরাফাত রহমান কোকো হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।