বাগেরহাটের চিতলমারীর সদর ইউনিয়নের কালশিরা গ্রামের একটি সামাজিক অনুষ্ঠানে নিজেদের চাষকৃত বৃহৎ আকৃতির ১০ টি মাছ দিয়ে ১৫শ লোকের আপ্যায়নের আয়োজন করা হয়ছে। জানা গেছে কাশশিরা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক স্বর্গীয় প্রহ্লাদ চন্দ্র ব্রহ্মের স্ত্রী সুকেশী ব্রহ্মের শ্রাদ্ধোত্তর অন্নদান ও স্মরণ সভা উপলক্ষে দীর্ঘ ৭-৮ বছর ধরে নিজেদের ঘেরে এ মাছগুলো চাষ করা হয়েছিল। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুকেশী ব্রহ্মের তিন ছেলে শৈলেন্দ্রনাথ ব্রহ্ম, শংকর ব্রহ্ম ও রামকৃষ্ণ ব্রহ্মের চিংড়ি ঘের থেকে এ বৃহৎ আকৃতির ৭ টি ব্লাড কার্প ও ৩ টি কাতলা মাছ ধরা হয়। প্রত্যেকটি মাছের ওজন ১৮ থেকে ২০ কেজি। এ ব্যপারে রামকৃষ্ণ ব্রহ্ম জানান, আমাদের মায়ের শ্রাদ্ধত্তর স্মরণ সভা ও অন্ন দান অনুষ্ঠান উপলক্ষে এ মাছগুলো পরম যতেœ দীর্ঘ ৭-৮ বছর ধরে নিজেদের ঘেরে চাষ করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) এ অন্নদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। অন্নদান ও স্মরণ সভায় গ্রামবাসি, শুভাকাক্সিক্ষ ও আত্মীয়-স্বজনসহ ১৫শ লোকের অধিক উপস্থিত থাকার কথা রয়েছে।