খুলনা অফিসঃবিপুল জনপ্রত্যাশা নিয়ে জন্ম নেয়া ‘সময়ের খবর’ হাজারো প্রতিকূলতায় নয়টি বছর পাড়ি দিয়ে দশম বছরে পদার্পণ করেছে গতকাল। দিনটি সময়ের খবর পরিবারের জন্য প্রত্যাশা-প্রাপ্তির তুলনামূলক হিসাব মেলানোর জন্য অন্য রকম তাৎপর্যের। চ্যালেঞ্জের অসংখ্য সোপান সামনে রেখে দশম বর্ষে সকলকে সাথে নিয়ে আগামীর পথ চলতে চায় সময়ের খবর। বন্ধুর পথ পাড়ি দেয়া সময়ের খবর পাঠক-গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভাকাক্সক্ষী ও সংবাদকর্মীদের আশীর্বাদ প্রত্যাশী। কোন আয়োজন ছাড়াই গতকাল বুধবার সন্ধ্যায় বার্তা কক্ষে আনন্দের হিল্লোল বয়ে গেল শুভাকাক্সক্ষীদের পদচারণায়। সুহৃদ-শুভাকাক্সক্ষীদের আগমনে মুখরিত হয়ে উঠে সময়ের খবর কার্যালয়। সময়ের খবর’র উত্তরোত্তর প্রবৃদ্ধি ও পরিচালনা পর্ষদ, কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ কামনা করেন আগতরা। সন্ধ্যায় সময়ের খবর কার্যালয়ে অনাহুত সব সুহৃদ শুভাকাক্সক্ষীরা শোনালেন জাগরণের জয়গান। দিয়ে গেলেন সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।
স্বভাব সুলভ হাসি মুখে শুভেচ্ছা জানাতে আসলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। সাথে ছিলেন বিপুল সংখ্যক নেতা-কর্মী। পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ বার্তা কক্ষের সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর দিক-নির্দেশনা দিলেন আগামীর বন্ধুর পথ পাড়ি দিয়ে সত্য ন্যায়ের পক্ষে জয়গান গাওয়ার। এর আগে শুভেচ্ছা জানাতে আসেন নগর বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। তারপর একে একে আসতে থাকেন সুহৃদরা। শুভেচ্ছা জানাতে আসেন বিএফইউজে’র নির্বাহী কমিটির সদস্য এহতেশামুল হক শাওন। আসেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। সাথে তার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও হাতে ফুলের ডালি। বার্তাকক্ষের প্রত্যেকের সাথে করমর্দনে কুশল বিনিময় করলেন তিনি। সাথে ছিলেন বিএনপি নেতা আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, জাহাঙ্গীর হোসেন ও জিএম রাসেল ইসলাম প্রমুখ।
এরপর বার্তাকক্ষে লম্বা সালাম দিয়ে প্রবেশ করেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। সাথে ছিলেন ছাত্রলীগ নেতা শাহীন আলম, এস এম বোরহান উদ্দিন সজিব, মোঃ সুমন শেখ, রহমত সরদার, মেহেদী হাসান সুজন, মাহামুদুল ইসলাম সুজন, খান মোসাদ্দেক হোসেন ইমন, শেখ শান্ত ইসলাম, রেজওয়ানুল ইসলাম মোড়ল, ইবনুল হাসান, বখতিয়ার খলজি, মোঃ রাজু হোসেন, মশিউর রহমান বাদশা, শরীফ জান্নাতুন নূর টিকলী, মোঃ জসিম উদ্দিন, পারভেজ শিকদার ও আবু আসাদ উদ্দিন প্রমুখ। তাদের আগে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন খুলনা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, ভাইস-চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহাবুব আলম, মোঃ মহাসচিব ইসরাত আরা হিরা, এস এম মিশকতুল ইসলাম, জি এম রাসেল ইসলাম, অধ্যক্ষ সাজেদা ইসলাম, ইঞ্জিনিয়ার নাজমুল হোসাইন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, রোটাঃ কনিকা চৌধুরী ফারহানা, শিরিনা পারভীন, মোঃ বাহালুল আলম প্রমুখ। এছাড়াও শুভেচ্ছা জানাতে আসেন জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক, উন্নয়ন কর্মী, ক্রীড়া অনুরাগী, সংবাদপত্র পরিবেশক, হকার্স, সাধারণ পাঠক ও অসংখ্য শুভাকাক্সক্ষী।
আগত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সময়ের খবর’র সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা ও মফস্বল সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, চীফ রিপোর্টার এএইচএম শামিমুজ্জামান, সহ-সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম নূর, আব্দুল্লাহ আল মামুন রুবেল, এস এম আমিনুল ইসলাম, আল মাহমুদ প্রিন্স, মোহাম্মদ মিলন, সোহাগ দেওয়ান, মোঃ বশির হোসেন ও আর জি উজ্জলসহ কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা। তবে পাঠকের এক অফুরান ভালোবাসায় সব কৃত্রিমতাকে ম্লান করে দিয়েছে। সে যেন সত্য সেবার পক্ষে জনতার অকুণ্ঠ জয়গান। যে বিপুল প্রতিবন্ধকতা পেরিয়ে চলেছে সময়ের খবর, তা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইতিহাসে গৌরবের। নয় বছরের ইতিহাস কর্মনিষ্ঠা, নিরপেক্ষতা আর বস্তুনিষ্ঠতার। আগতদের অনুপ্রেরণা, আসতে ব্যর্থ হওয়া শুভাকাক্সক্ষীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কামনা, হাজারো পাঠক, বিজ্ঞাপনদাতা, হিতাকাক্সক্ষী ও সংবাদপত্র পরিবেশকদের সাথে নিয়ে সময়ের খবর পরিবারের আগামীর পথচলা নব উদ্যমে শুরু হলো।