খুলনা অফিসঃদাকোপে অধিগ্রহনকৃত জমির পাল্টা পাল্টি মালিকানা দাবীর প্রেক্ষিতে খুলনার অতিঃ জেলা প্রসাশক মোঃ ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন । দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নে সরকার কর্তৃক জমি অধিগ্রহনের পাল্টা পাল্টি মালিকানা দাবীর অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে পরিদর্শনে আসেন অতিঃ জেলা প্রসাশক (এল,এ) মোঃ ইকবাল হোসেন। উর্ধতন কর্তৃপক্ষের পরিদর্শনে আসার কথা শুনে রোদ-বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী-পুরুষ বানিশান্তা বাজারে জড়ো হয়। পানিবন্ধি ২৫ পরিবারের পক্ষ থেকে বিশাল মানব বন্ধন করা হয়। তাদের দাবী অধিগ্রহনের ফলে আজ তারা নিঃস্ব,মাথাগোজার শেষ সম্বল টুকু আজ পানির নিচে। অতিঃ জেলা প্রসাশক বৃষ্টি উপেক্ষা করে বাজারের অধিগ্রহনকৃত জায়গা পর্যবেক্ষন করেন। এ সময় শত-শত নারী-পুরুষের অভিযোগ শুনে তিনি বলেন ৪৭৫ মৌজার (এস,এ) ১৯৬৭ দাগের .৬৬ শতক জমি সোহেল পাটোয়ারী ও সুমন পাটোয়ারীর নতুন বাজার গঠনের লক্ষে জেলা প্রশাসক বরাবর দানপএ রেজিস্ট্রী যাচাই পূর্বক অধিগ্রহনের টাকা প্রদান করা হইবে। অধিগ্রহনের আওতায় কারো নাম যদি ভুল ক্রমে এসে থাকে বা অধিগ্রহনের দাবীদার কারো নাম যদি ভুল ক্রমে না আসে তা যাচাই পূর্বক ব্যবস্থা নেওয়া হইবে। ঘড়ের ক্ষতিপুরন বাবদ ইতি মধ্যে যারা টাকা উত্তোলন করেও ঘড় ভাঙ্গেননি তাদেরকে অতি দ্রুত ঘড় ভাঙ্গার নির্দেশ প্রদান করেন। পানিবন্ধি পরিবারদের উদ্দেশ্যে বলেন,,আপনারা ধর্য্য হারাবেন না। আপনাদের পূর্নবাসনের ব্যবস্থা করা হবে। পরিদর্শন কালে অতিঃ জেলা প্রসাশক (এল,এ) মোঃ ইকবাল হোসেনের সঙ্গে ছিলেন, সহঃ কমিশনার ভুমি সঞ্জিব দাশ, অতিঃ ভ‚মি অধিগ্রহন কর্মকর্তা মোঃ মোজাহার হোসেন ,সহকারী প্রকৌশলী (পওর) মোঃ আনোয়ার হোসেন ,দাকোপ ভুমি অফিসের সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন, সার্ভেয়ার আব্দুল হালিম, সার্ভেয়ার কোরবান হোসেন,ইউঃ ভুমি সহকারী কর্মকর্তা মঞ্জরুল আলম , বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব রায়, ইউপি সদস্য ফিরোজ আলী খাঁ প্রমুখ।