দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথির হিসেবে বক্ত্যিতা করেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডঃ গ্লোরিয়া ঝর্না সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ‘লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, সহকারী কমিশনার ভুমি পাপিয়া সুলতানা, থানা পুলিশ পরিদর্শক (ওসি) উজ্জল কুমার দত্ত, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, পানন মন্ডল, শেখ সাব্বির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মহিত লাল রায়, গাজী আব্দুল অহেদ প্রমুখ।