সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
দাকোপে তরমুজ কিনতে বিভিন্ন জেলার শত শত খরিদ্দার | চ্যানেল খুলনা

দাকোপে তরমুজ কিনতে বিভিন্ন জেলার শত শত খরিদ্দার

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা জেলার দাকোপ উপজেলাধীন বাজুয়া এলাকার তরমুজ দেশের সেরা স্বাদের তরমুজ হিসাবে খ্যাত।উপজেলার ৫টি ইউনিয়নে এবার ১৭০০ হেক্টর জমিতে এ তরমুজ চাষ করা হয়েছে।করনার কারনে কৃষকরা গত একমাস যাবত টেনশনে ভুগছিলো তরমুজের ভাল ফলন হলেও করনার কারনে শেষ পর্যন্ত ফসল বিকরি করতে পারবে কি না।ফড়িয়া ব্যবসায়ীরা এলাকায় ডুকতে পারবে কি না।কিন্তু নাষ পর্যন্ত গত ৩দিন যাবৎ নৌপথে ও সড়কপথে পিরোজপুর,নাজিরপুর,সরুপকাটি সহ বিভিন্ন এরাকার শত শত নৌকা,ট্রাক এসে জড়ো হয়েছে বাজুয়া এলাকার ৫ ইউনিয়নের বিভিন্ন তরমুজ ক্ষেতের আশপাশ।খরিদ্দাররা দলে দলে ঘুরে ঘুরে ক্ষেত দেখছে এবং দরাদরি করে ক্ষেত ধরেই বিকরি করছে তরমুজ তবে দালাল ব্যাতিত কাজ হচ্ছে না মধ্যসত্তভোগী দালালরা লেগেই আছে আষ্টেপিষ্টে।সেই মেডিকেল সার্টিফিকেট ,ফেরি পারাপার থেকে শুরু করে তরমুজ কেনাবেচা সকল কাজে হঠাৎ দালালে ছেয়ে গেছে দাকোপের অফিস থেকে মাঠ পর্যন্ত।করনার ভয়ে প্রটেশশনের কোন বাছবিচার নেই কোথাও কারো কিন্তু এভাবে অবাধে বিভিন্ন জেলা থেকে শত শত ট্রাক নৌকা নিয়ে বিপুল সংখ্যক মানুষ অনায়াসে ডুকে কেনাকাটা ও অবাধ বিচরন শুরু করা সেই সাথে দালালশ্রেণেী ও তরমুজক্ষেত মালিকরা মানে বলতে গেলে শত শত মানুষ মিলেমিশে দিবারাত ঘোরাফেরা করায় এলাকার সাধারন মানুষ রয়েছে রিতীমত আতঙ্কে দিনাতিপাত করছে।কোন সামাজিক দুরত্ব দুরের কথা অধিকাংশ লেবার শ্রেণীর মাস্ক পর্যন্ত নাই এমনিভাবে মিলেমিশে চলাফেরা শুরু করেছে সারাদিনরাত।্এ ব্যাপারে কথা হয় তরমুজ চাষী কিরন চন্দ্র মন্ডর,সুকুমর রায়,নিরাঞ্জন রায়ের সাথে তিনি জানান আমরা খুশি যে বাইরের শত শত খরিদ্দার আমাদের কাছে এসেছে তবে দালালদের কারনে সরাসরি দামদর করতে পারছি না এমন অভিমত প্রায় সকল চাষীদের।ডাকতারি সার্টিফিকেট এতদ্রæত কিভাবে দিলেন আর কিভাবে বুঝলেন এত ট্রাকড্রাইভারের করনার কোন লক্ষন নেই জবাবে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মোজাম্মেল হক বললেন এদের পরীক্ষা করে তরমুজের ক্ষেত এলাকায় ডুকাতে গেলে সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার তাই জ¦র কাশি আছে কিনা ওদেও কাছে জেনে প্রত্যায়নপএ দিয়েছি।াঅতসব দেখতে গেলে এরা ডুকতে পারতো না যেমন দাকোপ থেকে অনেক লোক ধান কাটতে গোপালগঞ্জ যাচ্ছে তাদেরও প্রত্রায়ন না দিলে যেতে পারবে না,ধরাধরির কারনে দিতে বাধ্য হচ্ছি।দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের সাথে কথা হয় তিনি বলেন এপারের অবস্থা খারাপ বরগুনা,পিরোজপুর,নাজিরপুর এরাকার লোক অবাধে ডুকে পড়েছে,আজ ২জনকে ধরেছিলাম কাগজ দেখাতে পারিনি পরে মোটরসাইকেল দ্রট্টু চালিয়ে কেটে পড়ে। সিদ্ধান্ত ছিল ৮ টন ধারন ক্ষমতার ট্রাক ও ড্রাইভার অনুমতি ,পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শুধু ডুকতে পারবে এখন কোন বাধবিচার দেখতে পাচ্ছি না।উল্লেখ্য দাকোপের বাজুয়া এলাকায় ১৭০০ হেক্টর জমিতে প্রায় ১০০ কোটি টাকার তরমুজ কেনাবেচা হবে ।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

মোংলা বন্দরে ভিড়েছে দেশের সবচেয়ে বড় কয়লা চালানের জাহাজ

আবারও বাড়ল স্বর্ণের দাম

বিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত; ঋণ বিতরন ও আদায়ে খুলনা প্রথম

বিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা

মহান মে দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।