প্রেস বিজ্ঞপ্তি : আজ ১৭ ই জানুয়ারি রবিবার জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা আওতাধীন দাকোপ ও দিঘলিয়া উপজেলা কমিটি গঠন করা হয়।
দাকোপ উপজেলায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ।
উপস্থিত ছিলেন মাওলানা মেসবাহ উদ্দিন, মুফতি আলী আহমাদ, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, শেখ হাসান ওবায়দুল করীম, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী হাসিবুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ, হাফেজ উসমান গনী, মাওলানা তাবারক হুসাইন সহ ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের ইমাম।
দিঘলিয়া উপজেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান, মুফতী আলী আহমাদ, মুফতী আজিজুর রহমান সোহেল, মাওলানা ইউসুফ সহ প্রমূখ ওলামায়ে কেরাম।
বক্তব্যে অতিথিবৃন্দ বলেন আমাদের কাজ হবে হক্কের আওয়াজ কে উঁচু করা এর ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা, সাথে সাথে ইসলামের সত্য ও সঠিক দাওয়াত মুসলিম উম্মাহ এর কাছে পৌঁছে দেওয়া।
দাকোপ উপজেলায় মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান সভাপতি, মাওলানা আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক। দিঘলিয়া উপজেলায় মুফতী আজিজুর রহমান সোহেল কে সভাপতি, মাওলানা ইউসুফ কে সাধারণ সম্পাদক করে চল্লিশ (৪০) সদস্য বিশিষ্ট দুটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।