বিনোদন প্রতিবেদক: ভাইরাল! কবে, কখন, কী, কেন, কীভাবে ভাইরাল হয়ে যাবে তা ধরতে পারবেন না। কিন্তু ভাইরাল হয়ে যায়। এই যেমন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে যায় একটি ফার্নিচারের দোকানের বিজ্ঞাপন। খুব সাধারণ এই বিজ্ঞাপন চিত্রটি ভাইরাল হয় বাংলা ভাষাভাষিদের মাধ্যমে। বতর্মানে ‘দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার’ কথাটি নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়। এবার সেই ভাইরাল ট্রেন্ডকে কাজে লাগিয়ে নাটক বানালেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা অঞ্জন আইচ। নাটকের নাম ‘দামে কম মানে ভালো’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ নিজেই। এতে অভিনয় করেছেন ফারুক আহমেদ, মারজুক রাসেল ও তারেক স্বপন। কম দামি থাকার জায়গা খুঁজতে গিয়ে সৃষ্ট ঝামেলা নিয়েই নাটকটির গল্প এগিয়ে যায়। তবে বলে রাখা ভালো- দাম ভালো হলেই যে মান ভালো হবে, এটা ভাবা আসলে ভুল। যা এই নাটকটিতে খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। আজ সন্ধ্যা সাতটায় চ্যানেল আর্নিস ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে নাটকটি।