ঢাকা জেলার এসপি মারুফ হোসেন সরদার বলেছেন, রাইমা ইসলাম শিমুর স্বামী নোবেল ও তার বালবন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এসপি জানান, পারিবারিক বিভিন্ন বিষয়ে স্বামী নোবেলের সঙ্গে শিমুর কলহ হতো। এর জেরে গত রোববার সকালে শিমুকে খুন করা হয়। মরদেহ গুম করতে নোবেল ফরহাদের সহযোগিতা নেন। গুমের চেষ্টায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। স্বামী ও দুই সন্তান নিয়ে রাজধানীর গ্রীন রোডে থাকতেন শিমু। তার ভাই শহিদুল ইসলাম খোকন সাংবাদিকদের জানান, তার বোনজামাই নোবেল প্রায়ই শিমুকে মারধর করতেন। তিনি মাদকাসক্ত।