‘দাম কমাও জান বাঁচাও’ শীর্ষক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কমিটির উদ্যোগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী।
এ সময়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড সুতপা বেদজ্ঞ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড কিংশুক রায়, কমরেড এ্যাড. প্রীতিষ মণ্ডল, কমরেড শাহিনা আক্তার, কমরেড আব্দুল হালিম, কমরেড গাজী আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড দুলাল সরকার, টিইউসি নেতা রঙ্গলাল মৃধা, সাইদুর রহমান বাবু, আব্দুস সাত্তার, যুবনেতা আফজাল হোসেন রাজু, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, জামাল হোসেন, মৌফারসের আলম লেনিন, সাকাওয়াত হোসেন বিপ্লব, ছাত্রনেতা নাহিদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, একদিকে যেমন বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে গণতন্ত্রহীনতা, দুর্নীতি, লুটপাটতন্ত্র সীমাহীনভাবে বেড়ে চলেছে তেমনিভাবে ক্রমবর্ধমান ভোজ্য তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম জ্যামিতিক হারে বেড়েই চলেছে।
দেশের সাধারণ মানুষের জীবন আজ দুর্বিসহ হয়ে উঠেছে এরই প্রতিবাদে ‘দাম কমাও জান বাঁচাও’ কর্মসূচি পালনকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।