খুলনার দারুল হিকমাহ একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালুকদার সড়কে অবস্থিত একাডেমি প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৬ শ্রেণিতে বার্ষিক পরীক্ষাসহ সহশিক্ষা কার্যক্রমগুলোর ৭টি ক্যাটাগরিতে মোট ১৮০টি পুরষ্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইমদাদুল হক। প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. সামিউল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক মো: কামরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও একাডেমির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল হিকমাহ একাডেমির অধ্যক্ষ আব্দুল্লাহ ওসামা। এছাড়াও অভিভাবক, শিক্ষার্থীদের প্রায় তিন শতাধিক গেস্টদের পদচারণায় পুরোটা সময় মুখরিত হয়ে থাকে।