দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তারই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলায় দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। ক্রমশই জটিল আকার নিচ্ছে করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় এক (০১) জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১৬২ জন। গত তিনদিনে ১০ জন সহ দ্বিতীয় ধাপে ১৬ জন আক্রান্ত হয়েছে, এরমধ্যে দুই (২) জনের অবস্থার অবনতি হওয়ায় হসপিটালে ভর্তি করা হয়েছে। এ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিধি মানার প্রবনতা দেখা যাচ্ছে না। লকডাউন বা বিধিনিষেধ আরোপের পরেও সংক্রমণ উর্ধ্বমূখী থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা গতকাল অনুষ্ঠিত হয়।
করোনার প্রথম ধাপে দিঘলিয়া উপজেলায় সংক্রমনের হার ছিল জেলার মধ্যে সবচেয়ে বেশি। এ সময়ে ১৪৬ জন আক্রান্ত হয়েছিল এবং দুই (২) জন মারা যায়, এ উপজেলা কে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। করোনার দ্বিতীয় ধাপে আবারও সংক্রমনের হার বেড়ে গেছে উদ্বেগজনক ভাবে, শংকিত হয়ে পড়েছে প্রশাসন সহ সমাজের সচেতন মহল। উপজেলা প্রশাসন ও দিঘলিয়া থানা পুলিশ চলমান লকডাউন কার্যকর করতে প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ জনসচেতনতা মূলক আলোচনা ও প্রচারনা চালিয়ে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মাহবুবুল আলম জানান, এ উপজেলায় করোনায় আক্রান্ত সকলে ভালো আছে। আক্রান্তদের মধ্যে কেহ গুরুতরভাবে অসুস্থ না, তবে দুই জন হসপিটালে ভর্তি আছে। আক্রান্ত সকলের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তিনি সবাইকে সরকারের নির্দেশিত বিধিনিষেধ সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।