আসন্ন ইউ পি নির্বাচন ২০২১ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, সব কিছুই ঠিকঠাক থাকলে আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের দলিও ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তার নিকট মনয়ন পত্র জমা দেন। এ সময় উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিঘলিয়া সদর ইউনিয়নে যেসকল চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ ফিরোজ মোল্ল্যা, স্বতন্ত্র প্রার্থী হায়দার আলী মোড়ল, শেখ মন্জুর হোসেন, রবিউল ইসলাম মোড়ল, এ বি এম আতিকুল ইসলাম এবং ইসলামি ঐক্য জোটের প্রার্থী মওলানা আশ্ব্যাব আলী।
বারাকপুর ইউনিয়ন পরিষদের যেসকল চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব গাজী জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী শরীফ ইনামুল ইসলাম, এ,এয়াই,এম,জাহাঙ্গীর হোসেন, শেখ আনছার উদ্দিন, আব্দুস ছালাম শেখ, গাজী ইয়াসির আরাফাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ হায়দার আলী।
গাজিরহাট ইউনিয়ন পরিষদে যেসকল চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ কামাল উদ্দিন ছিদ্দিকী হেলাল, স্বতন্ত্র প্রার্থী মোল্লা আব্দুর রউফ,আমিনুল ইসলাম পলাশ, মোঃ মফিজুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ রিজাউল মোল্ল্যা।
যোগিপোল ইউনিয়ন পরিষদে যেসকল চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আনিছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ রবিউল ইসলাম, বেগ লিয়াকত আলী, সাজ্জাদুর রহমান,মোঃ মনিরুল ইসলাম, মোঃ ফয়সাল হোসেন এবং ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন।
আড়ংঘাটা ইউনিয়ন পরিষদে যেসকল চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এস এম ফরিদ আক্তার, জাতীয় পার্টির প্রার্থী মোঃ রাসেল হোসেন।
সেনহাটি ইউনিয়ন পরিষদে যেসকল চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারহানা নাজনীন, জাকের পার্টির প্রার্থী দেলোয়ার,ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফরিদ আহম্মদ হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী জিয়া গাজি, গাজী মোঃ ইনামুল হাসান মাসুম।
আগামী ১৯ মার্চ যাচাই বাছাই পর্ব।