চ্যানেল খুলনা ডেস্কঃহিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে, বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে কাজকর্ম ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক।এক দিনের ছটিতে সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে বেনাপোলে সকল পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে। তবে, এ সময় বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ছিল।
এ দিকে, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে শিল্প কারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পচনশীল পণ্য। এছাড়া রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্যসহ রপ্তানিকৃত মাছ।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাছিদুল হক জানান, দীপাবলি উৎসবে ভারতে সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের সঙ্গে সোমবার আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীরা রবিবার (২৭ অক্টোবর) তাদের জানিয়েছেন। এ সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল দৈনিক অধিকারকে জানান, ভারতে ছুটি থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসে স্বাভাবিক কার্যক্রম চলেছে। এ সময় মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে বলেও উল্লেখ করেন তিনি।