সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
দীপাবলিতে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ | চ্যানেল খুলনা

দীপাবলিতে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

চ্যানেল খুলনা ডেস্কঃহিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে, বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে কাজকর্ম ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক।এক দিনের ছটিতে সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে বেনাপোলে সকল পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে। তবে, এ সময় বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ছিল।

এ দিকে, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে শিল্প কারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পচনশীল পণ্য। এছাড়া রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্যসহ রপ্তানিকৃত মাছ।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাছিদুল হক জানান, দীপাবলি উৎসবে ভারতে সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের সঙ্গে সোমবার আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীরা রবিবার (২৭ অক্টোবর) তাদের জানিয়েছেন। এ সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল দৈনিক অধিকারকে জানান, ভারতে ছুটি থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসে স্বাভাবিক কার্যক্রম চলেছে। এ সময় মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।