সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দীর্ঘমেয়াদে করোনা সংক্রমণের ৫ উপসর্গ | চ্যানেল খুলনা

দীর্ঘমেয়াদে করোনা সংক্রমণের ৫ উপসর্গ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও আমার অনেকে বুঝতে পারি না। কারণ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি।

তবে অভ্যন্তরীণ কিছু ক্ষতি তো রয়েছে। আর তা সারা জীবন বয়ে বেড়াতে হয়। একে বলা হয় ‘লং কোভিড’।

আসুন জেনে নিই এমন কিছু উপসর্গ সম্পর্কে-

১. করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাথমিক পর্যায়ে যে উপসর্গগুলো দেখা দেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে মাথাব্যথা। এই সমস্যা সবচেয়ে বেশি ভোগায়। তবে এই মাথাব্যথা কারও ক্ষেত্রে অবিরাম, কারও কারও সারাদিন থাকতে পারে। তবে কিছু রোগীর মাথাব্যথা অনিয়মিত থাকতে পারে।

২. বিরামহীন অবসাদও করোনার উপসর্গ। অনেক রোগী প্রচণ্ড অবসাদগ্রস্ত ছিলেন এবং কোনো কাজের শক্তিই যেন থাকে না। তবে অবসাদ হতে পারে সব উপসর্গের মাঝে সবচাইতে সাধারণ ঘটনা।

৩. দম আটকে আসাও কোভিডের লক্ষণ। কোভিড রোগীদের শ্বাস নিতে সমস্যা হতে পারে। অ্যাসিম্পটোম্যাটিক’ বা লক্ষণ নেই এরকম রোগী থেকে শুরু করে রোগ থেকে সেরে ওঠা প্রায় সকলেই কমবেশি শ্বাস-প্রশ্বাসের সমস্যা ভুগতে পারে।

৪. করোনাভাইরাসে আক্রান্ত হলে মাথায় ঘোলাটেভাব অনুভব করতে পারেন। একারণে অনেকেই কোভিড থেকে মুক্তি পেলেও স্বাভাবিক জীবনে ফিরে যেতে কষ্ট হয়।

৫. শুষ্ক কাশি করোনার আরেকটি উপসর্গ। এটিও করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক উপসর্গের একটি। আর তা দীর্ঘসময় আপনাকে ভোগাবেই।

কী করবেন

এসব উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে মানতে হবে স্বাস্থ্যবিধিও।

লেখক: ডা. উত্তম কুমার দাস, কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, হলি ফ্যামিলি হাসপাতাল।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

মশক নিধনে ৫৩ বছরে বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়নি উপদেষ্টা

যে ২ খাবার অ্যান্টিবায়োটিকের কাজ করে

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

শরীরে ভিটামিন ডি’র ঘাটতির লক্ষণ ও প্রভাব

রাত ১০ টার পর কি ডিনার করা ঠিক? যা বলছেন পুষ্টিবিদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।