খবর বিজ্ঞপ্তি : দুঃস্থ ও অসহায় পেশাজীবী পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদানের অংশ হিসেবে মঙ্গলবার সকালে খুলনা প্রেস ক্লাবে হিজড়া সম্প্রদায়ের ১৭৭টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন এসডিসি’র সহযোগিতায় রূপান্তর করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতা সৃষ্টি ও জীবিকা নির্বাহে সহায়তা কার্যক্রম-এর আওতায় এই আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশন ও দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়ন এবং বাগেরহাট জেলার বাগেরহাট পৌরসভা ও বাগেরহাট সদর উপজেলার দুই হাজার দুঃস্থ পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকার নগদ সহায়তা প্রদান করা হবে।
করোনার কারণে পেশাহারা, ক্ষতিগ্রস্ত, অন্যান্য সহযোগিতা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী, হিজড়া সম্প্রদায়, পরিচ্ছন্নতাকর্মী (সুইপার), ঋষি সম্প্রদায়, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, শিশুপ্রধান পরিবার, নারী প্রধান দুঃস্থ পরিবার, বিশেষ পেশাজীবী নারীদের জন্য এই আর্থিক সহায়তা প্রদান ছাড়াও এই প্রকল্পের পক্ষ থেকে করোনা বিষয়ে মাইকযোগে সচেতনতামূলক প্রচার, প্রচারপত্র (লিফলেট) বিলি, অনলাইনে সচেতনতামূলক সম্প্রচার ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হবে।