প্রতি বছরের ন্যায় এবারও কয়রার দক্ষিণ বেদকাশিতে দুঃস্থ, অসহায় ও শীতার্ত ১০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শতদল সমাজকল্যাণ সংস্থা। গতকাল শনিবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে সভাপতি সাইফুল ইসলাম সাইফ ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুমার মণ্ডলের নেতৃত্বে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরাত গাজী, ওসমান গনি খোকন, নজরুল গাজী, অনিল কুমার মণ্ডল, অসীম রায়, যুগোল মণ্ডল, শোয়েব আক্তার সজীব, মনিরুল ইসলাম মিঠুন, মশিউর রহমান, জিয়ারুল ইসলাম, আতিকুজ্জামান আসিফ, সাব্বির হোসেন, রিয়াজ বাবু, অমিত মণ্ডল, পলাশ, অমল, সৈকত, বিমল প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি