খুলনা সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থী ও এক আওয়ামীলীগ নেতাকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (০২ জুন) বিকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের পিপলস জুট মিল মাঠ ও নিউজপ্রিন্ট গেট সংলগ্ন বিআইডিসি রোড এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্ত্তী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দুই প্রার্থী হলেন, আবুল কালাম আজাদকে (ব্যাডমিন্টন র্যাকেট) ৫ হাজার টাকা, নিয়ামুল ইসলাম খালেদকে (টিফিন ক্যারিয়ার) ৩ হাজার টাকা এবং ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক খোকনকে ২হাজার টাকা মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, অনুমতি না নিয়ে মিছিল সহকারে শোডাউন দেওয়ার কারণে এই জরিমানা করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্ত্তী বলেন, আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার সময়ে এবং মিছিলের প্রস্তুতিকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী এবং নির্বাচনী আচরণবিধি বহির্ভূত প্রচারণা কার্যক্রম করায় ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আচরণবিধি প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ কাউন্সিলর পদে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের ২ জন কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।