সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুবলারচরের শুঁটকি পল্লীর ১৫ হাজার জেলেকে ফিরিয়ে আনার কাজ চলছে | চ্যানেল খুলনা

দুবলারচরের শুঁটকি পল্লীর ১৫ হাজার জেলেকে ফিরিয়ে আনার কাজ চলছে

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বাগেরহাটে মোরেলগঞ্জে বৃষ্টির তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। বুলবুলের প্রভাবে সুন্দরবনের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে।
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জেলার ২৩৪টি আশ্রয়কেন্দ্র। সেই সঙ্গে সুন্দরবনের দুবলা শুটকি পল্লীর ১৫ হাজার জেলেসহ সুন্দরবনের অবস্থানরত পর্যটকদের ফিরিয়ে আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

সভায় ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জেলার ২৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ১০টি মেডিকেল টিম, ১০টি কন্টোল রুম ও জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়। এছাড়াও সভায় রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েক শত স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তারাসহ সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র আঘাতে যাতে ক্ষয়ক্ষতি কম হয় সে লক্ষে দুর্যোগ প্রবন উপক‚লীয় উপজেলা মোড়েলগঞ্জে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান শুক্রবার বিকেল ৪টায় তার কার্যালয়ে এ বিষয়ে জরুরি সভা করেন। উপজেলার সাড়ে ৩ লাখ লোকের নিরাপত্তার জন্য উপজেলা সদরসহ ১৭টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮২টি সাইক্লোন শেল্টার, ১৮টি মেডিকেল টিম, জরুরি উদ্ধারকারি টিম ও শুকনা খাবার। সভায় সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মেডিকেল অফিসার ডা. লিমা ইয়াসমিন, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ উপজেলার সকল কর্মকর্তা, ইউনয়ন চেয়ারম্যান, ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জনসাধারণদের সচেতন করতে জেলাব্যাপী মাইকিং শুরু করা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসার খরবে সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল থেকেই উপকূলসহ বাগেরহাটে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আছড়ে পড়ছে বিশাল-বিশাল ঢেউ। বইছে ঝড়ো হাওয়া। ঘূর্নিঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে সুন্দরবনের দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি ভ্রমণে থাকা পর্যটকদের আসতে বাগেরহাট জেলা প্রশাসন কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বয়ে করে কাজ করছে।

ঘূর্ণিঝড়ের কারণে রাস পূর্ণিমাকে সামনে রেখে আগামী রোববার থেকে সুন্দরবনের আলোরকোলে শুরু হতে যাওয়া ৩ দিনব্যাপী রাস উৎসব বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা ও বনরক্ষীদের নিরাপদে থেকে বন্যপ্রাণী রক্ষায় কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় মোড়েলগঞ্জ ১৬টি ইউনিয়নে সহ পৌরসভায় ১৮টি কন্টোল রুম খোলা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা টুকুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ফকিরহাট স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।