অনলাইন ডেস্কঃআগামী ২৫ জুলাই বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। সমাবেশকে ঘিরে চলছে প্রচার-প্রচারণাসহ নানা কর্মসূচি। বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে খালিশপুর-দৌলতপুর ও খাঁনজাহান আলী থানা এলাকায় ব্যাপক প্রচারনা লিফলেট বিতরন করা হয় । খুলনা-৩ নির্বাচনি এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীদের নিয়ে ২৫ জুলাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের বিভাগীয় সভায় অংশ গ্রহন করবেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ।
তিনি খুলনা-৩ এলাকায় দফায় দফায় প্রস্তুতি সভা, ঘরোয়া বৈঠক, গণসংযোগের মাধ্যমে জনগণকে দাওয়াত দেওয়াদিচ্ছেন। বিতরণ করা হয়েছে লিফলেট ওয়ার্ড, থানা, ইউনিয়ন। পোস্টার টানানো হয়েছে দেয়ালে দেয়ালে। কর্মসূচি সফল করতে সকলে এগিয়ে আসার আহবান জানান । লিফলেট বিতরন কালে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, এই সরকার পাটকল শ্রমাকদের রমজানের ইফতার রাজপথে করিয়েও পাটকল শ্রমিকরা মজুরী কমিশন এখনো বাস্তবায়ন করেনি । শুধু সপ্তাহের বকেয়া মজুরী প্রদান করে শ্রমিকদের মজুরী কমিশন আন্দোলন ধামাচাপা দিয়েছে । পাটকল শ্রমিকরা তাদের মজুরী কমিশন পাবে কি না সেটা সরকার পরিস্কার করে নায় । দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়নি। নারী ও শিশু নির্যাতন ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। শেয়ার বাজার, ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট, বিদেশে অর্থ পাচার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। সংবাদপত্র ও সাংবাদিকরা দমনপীড়নের শিকার। তাই বৃহস্পতিবার খুলনা হাদিস পার্কের বিএনপির বিভাগীয় সমাবেশে দলে দলে যোগদান করে দেশমাতার মুক্তি আন্দোলনে ঝাপিয়ে পরুন । এ সময় তার সাথে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।