চ্যানেল খুলনা ডেস্কঃবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা কমিটির উদ্যোগে পার্টির কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলার এক কর্মী সমাবেশ মধুগ্রাম ডাকবাংলা মিলনায়তনে গতকাল বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষ আজ দুর্নীতিবাজদের কবলে জিম্মি। বাজার ব্যবস্থা অনিয়ন্ত্রিত। সাধারণ মানুষ আজ দিশেহারা। এর বিরুদ্ধে তিনি সোচ্চার হওয়ার আহ্বান জানান। আসন্ন মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের দাবি জানান। জনগণের সার্বিক মুক্তির পথকে শাণিত করবার জন্য সর্বত্র সংগঠন গড়ে তোলার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
কমরেড প্রভাষক রেজোয়ান হোসেন রাজার সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন জেলা পার্টির সাধারণ সম্পাদক আনছার আলী মোল্লা, আব্দুল হামিদ মোড়ল, প্রভাষক গৌতম কুমার কুণ্ডু, প্রভাষক জাহাঙ্গীর আলম, যুবমৈত্রীর জেলা সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, তরুণ কান্তি বিশ্বাস, জেলা নেতা জি এম হারুনুর রশীদ, শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, দেবদাস মন্ডল, রেজাউল ইসলাম রেজা মধুসূদন বিশ্বাস প্রমুখ।