অনলাইন ডেস্কঃখুলনায় বিভাগীয় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামী লীগ সরকারের পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। গত ১০ বছরে আওয়ামী লীগ গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। অবরুদ্ধ গণতন্ত্রকে উদ্ধার আর ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে মুক্তি না দিলে অবিলম্বে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকালে খুলনার শহীদ হাদিস পার্কে সমাবেশে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি খুলনার পাটকল শ্রমিকদের মজুরি কমিশনসহ অন্যান্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে খুলনা মহানগর ও জেলাসহ বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল ও মাগুরার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার প্রতিকৃতি সংবলিত প্লাকার্ড ও মিছিল নিয়ে যোগ দেয়। এসময় কর্মীরা ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ ‘আর কোনো দাবি নাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ ইত্যাদি স্লোগান দেয়।
এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, মসিউর রহমান, সৈয়দ মেহেদী আহামেদ রুমী, কবির মুরাদ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জেলা বিএনপি সভাপতি শফিকলু আলম মনা ,আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল,আজিজুল বারী হেলাল,কৃষিবিদ শামীমুর রহমান,প্রমুখ।