চ্যানেল খুলনা ডেস্কঃস্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের পারস্পরিক দোষারোপ এবং সরকারের শীর্ষ পর্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশে কি কোনও সরকার আছে? থাকলে এতে কি তাদের সরাসরি হস্তক্ষেপ করা উচিত ছিল না? কিন্তু তারা তা করছে না। সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে মান্না বলেন, সরকার কোনও অনৈতিকতার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। লুটতরাজ, দুর্নীতি, জালিয়াতি বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। কারণ সর্বোচ্চ পর্যায় থেকে এরা নিজেরাই নীতিহীন, নিষ্ঠুর ও দয়ামায়াহীন।
মান্নার দাবি, করোনা শনাক্তকরণে তারা সর্বশেষে পরীক্ষা করা কমিয়ে দিয়ে যে ছোটলোকির আশ্রয় নিয়েছে তাতে এটা পরিষ্কার যে এই সরকারকে দিয়ে মানুষের জান, মাল, স্বাস্থ্য কোনটাই নিরাপদ নয়।