সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
দেশে ছয় মাসে ধর্ষণের শিকার ৬৩০ | চ্যানেল খুলনা

দেশে ছয় মাসে ধর্ষণের শিকার ৬৩০

সাতক্ষীরা প্রতিনিধিঃযৌন আক্রমণ আর না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।দাতা সংস্থা একশন এইড-বাংলাদেশের সহযোগিতায় ও সাতক্ষীরায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ, শারি, সুনামসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’ এর পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় এবং ‘আমরাই পারি’ সাতক্ষীরা জেলা জোটের চেয়ারম্যান শিক্ষাবিদ আবদুল হামিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ সুভাস সরকার, আবদুস সবুর বিশ্বাস, লুইস রানা গাইন, অপরেশ পাল, জ্যোস্না দত্ত, আবুল কালাম আজাদ ও আনিসুর রহিমসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সারা দেশে ৬৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। যা রীতিমতো উদ্বেগজনক। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন আরও সাতজন। ধর্ষণের চেষ্টা হয়েছে ১০৫ জন নারীর ওপর। যৌন হয়রানির শিকার হয়েছেন ১২৭ জন, এর মধ্যে আত্মহত্যা করেছেন আটজন। ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয়েছে তিনজন নারী ও দুইজন পুরুষ।

বক্তারা আরও বলেন, নারীর ওপর সহিংসতা দমনে রাষ্ট্র এতটাই ব্যর্থ যে সহিংসতা এখন মহামারী আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে। ঘরে-বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ধর্ষণ চেষ্টা বা যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ, এসিড আক্রমণসহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু।

বক্তারা এ সময় সারা দেশে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ

তালায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পলিত

সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ৩

সাতক্ষীরা পলিটেকনিকে এসপিআই রিইউনিয়ন অনুষ্ঠিত

আশাশুনিতে বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, মেরামতে সেনাবাহিনী

সাতক্ষীরায় ঈদের ছুটিতে বন্ধুরা মিলে মদ পান, ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।