সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দেশে ৫৬৫ চিকিৎসক করোনায় আক্রান্ত, ৪০৪ জনই ঢাকার | চ্যানেল খুলনা

দেশে ৫৬৫ চিকিৎসক করোনায় আক্রান্ত, ৪০৪ জনই ঢাকার

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস মহামারিতে সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন তারা। আর এই সেবা দিতে গিয়ে দেশে সোমবার পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের ৫৬৫ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ চিকিৎসক ফাউন্ডেশন (বিডিএফ) এ তথ্য জানিয়েছে।

বিডিএফের তথ্য মতে, ঢাকা বিভাগে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক আছেন ২৩৮ জন এবং বেসরকারি হাসপাতালের ১৪৪ জন।

আক্রান্ত মোট চিকিৎসকদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে ৩৬৪ জন, বেসরকারি হাসপাতালে ১৪৭ জন এবং অন্যদের মধ্যে ৫৪ জন আক্রন্ত হন।

ঢাকা ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৬১, চট্টগ্রামে ১৫, খুলনায় ২৯, বরিশালে ১০, সিলেটে ছয় এবং রংপুর বিভাগে আটজন চিকিৎসকের মধ্যে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে।

নিজেদের সুরক্ষার জন্য চিকিৎসকদের ডিউটি শেষে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরিত্যাগ করার সময় সতর্ক হওয়ার পরামর্শ দেন ডা. নিরুপম।

চিকিৎসক ছাড়াও দেশের বিভিন্ন শহর, রাস্তা, মহাসড়ক এবং গ্রামে সামাজিক দূরত্ব বজায় রাখার দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আশঙ্কাজনক হারে সংক্রমিত হচ্ছেন।

রোববার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ৮৫৪ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সোমবার পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি আসবে না

মিশর থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ডি-৮ সম্মেলনে যোগ দিতে রাতেই ঢাকা ছাড়ছেন ড. ইউনূস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।