চ্যানেল খুলনা ডেস্কঃবাসা থেকে বের হয়েছেন বেলা ১টার সময় আর চির দিনের মত চলে গেছেন বিকাল ৪টায় । মসজিদে ঘোষনা ছিলো আছরবাদ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে কিন্তু অজ্ঞাত কারনে ঘোষনার একঘন্টা আগেই টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় । মৃত ব্যাক্তিকে হাসপাতালে এনে স্ত্রীকে ফোন করা হয় তোমার স্বামী অসুস্থ । খবর পেয়ে স্ত্রী হাসপাতালে এসে দেখেন লাশের ট্রলিতে স্বামীর লাশ । বাসা থেকে বের হয়েছে নিজ কর্মস্থল দোকানে যাচ্ছি । এইযে দেখা যে শেষ দেখা হবে সেটা কখনো ভাবতে পারেনি পরিবারের সদস্যরা । এমনকি মৃত্যুরপর শেষবারের জন্য স্বামীর লাশ দেখতে দেয়নি দোকানের মালিক ।
খুলনা মহানগরীর ট্রাংক রোডের সপ্ত মহলের মোঃ ফাইনাল হকের পুত্র মোঃ জাহাঙ্গীর কবির (৫২) কাজ করেন রুপসা সরকার অনুমোদিত বাবুর আবগারীর দোকানে । চার সদস্যের পরিবারে স্বামী ও স্ত্রী ছাড়া তাদের পরিবারে রয়েছে দুটি সন্তান । প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে ৩১ ট্রাংক রোডের বাসা থেকে বের হয়ে দোকানে আসেন । দোকানে আসার পর জাহাঙ্গীর এবং দোকানের মালিক বাবুর সাথে খোলা নিয়ে একটু ঝামেলা হয় । ঝামেলার পর বেলা আড়াইটায় জাহাঙ্গীরকে একটি ইজিবাইকে করে নগরীর একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে আসে মালিক বাবু,কর্মচারী রাজনসহ কয়েকজন । ঐ হাসপাতালে জাহাঙ্গীরকে আনার সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক জানায় এতো আরো অনেক আগেই মারা গিয়েছে,মৃত্য ব্যাক্তি কেন হাসপাতালে নিয়ে এলেন । এরপর ফোন করা হয় জাহাঙ্গীর কবিরের স্ত্রী সুমি আক্তারকে (৩৮)কে । সুমিকে দোকানের মালিক জানায় জাহাঙ্গীর অসুস্থ তোমাকে একটু হাসপাতালে আসতে হবে । খবর পেয়ে সুমি দ্রুতবেগে হাসপাতালে ছুটে এসে দেখেন তার প্রানপ্রিয় স্বামীর নিথর দেহটি লাশের ট্রলিতে পড়ে আছে । স্বামীর মৃত্য গভীর কান্নায় ভেঙ্গে পড়লে দোকানের মালিক জানায় কান্না করে কি হবে চলো দ্রুত দাফনের কাজ করতে হবে । এরপর লাশ নিয়ে আসাহয় ট্রাংক রোডের বাসায় । বাসায় আনার পর যথারিতি মসজিদের মাইকে ঘোষনা মৃত জাহাঙ্গীর কবিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আছরবাদ । কিন্ত অজ্ঞাত কারনে ঘোষনাকৃত সময়ের আগেই দাফনের কার্যক্রম চলে দ্রুত গতিতে । হাসপাতাল হয়ে বাসা,বাসা থেকে টুটপাড়া গোরস্থানে মাত্র এক ঘন্টার মধ্যেই দাফন সম্পন্ন করা হয় ।
উল্লেখ,বাসা থেকে মোঃ জাহাঙ্গীর কবির কর্মস্থল আবগারীর দোকানে আসার পর যা কিছুই হয়েছে তা রয়েছে ধামাচাপা এক গভীর অজ্ঞাত রহস্যে ঘেরা । আর এই ;দোকানে আসার পর জাহাঙ্গীরের সাথে অজ্ঞাতসহ কার কার ধস্তা ধস্তি হয়েছে এবং ধস্তাধস্তির রহস্যের কারিগরদের কার কি ভুমিকা রয়েছে বিস্তারিত জানতে চোখ রাখুন অনুসন্ধান মুলক পরবর্তী সংবাদে ।