দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ আলী খানের স্ত্রী আলেয়া আহমেদ খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পরিবার। বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
বিবৃতিদাতারা হলেন দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, বার্তা সম্পাদক মিলন হোসেন, সিনিয়র রিপোর্টার জে এফ জয়, স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন, চিফ ফটোসাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও ফটোসাংবাদিক এস এম বাহাউদ্দিনসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।