কয়রা (খুলনা) প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়ে মুত্যুবরনকারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধনঞ্জয়ের পরিবারকে স্বাবলম্বী করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই এ্যাসোসিয়েশন অস্ট্রিলিয়া। কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের প্রচেষ্টায় ধনঞ্জয়ের অসহায় পরিবারের মুখে হাসি ফুটাতে এ সহযোগিতা করেছেন উক্ত সংগঠন। জানা গেছে সম্প্রতি মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ধনঞ্জয় মন্ডল। এতে করে তার পিতা-মাতা সহ স্ত্রী সাগরীকা ৫ মাসের একমাত্র সন্তান ধ্রুবজয়কে নিয়ে অসহায় অবস্থায় দিনতিপাত করতে থাকে। বিষয়টি জানতে পেরে কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস জগন্নাথ হল অ্যালামনাই এ্যাসোসিয়েশন অস্ট্রিলিয়ার মাধ্যমে ধনঞ্জয়ের পরিবারকে স্বাবলম্বী করার জন্য ২ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করে। গতকাল ২৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের কাছ থেকে ২ লক্ষ টাকা গ্রহন করেন ধনঞ্জয়ের স্ত্রী সাগরীকা মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, আইসিডির প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ছাত্র আশিকুজ্জামান,ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার প্রমুখ। টাকা গ্রহন করার এক প্রতিক্রিয়ায় ধনঞ্জয়ের স্ত্রী সাগরীকা মন্ডল বলেন, সহযোগিতার অর্থ দিয়ে একটি সঞ্চয়পত্র কিনে পরিবারের খরচ যোগাতে পারবো। তিনিএ ধরনের মহতী উদ্যোগ নেওয়ায় সংগঠনকে ধন্যবাদ জানিয়েছে। স্থানীয় ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার বলেন, নদীতে জাল টেনে ধনঞ্জয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া শিখিয়েছে তার পরিবার। অনেক স্বপ্ন ছিল ধনঞ্জয় লেখাপড়া শিখে চাকুরী করবেন। ইতিমধ্যে বিসিএস পরীক্ষায় রিটিংএ পাশ করে ভাইবার অপেক্ষায় বসে ছিল ধনঞ্জয়। একটি পরিবারে সকল স্বপ্ন সব কেড়ে নেয় মহামারী ভাইরাস করোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যলামনাই এ্যাসোসিয়েশন অস্ট্রিলিয়া ধনঞ্জয়কে যে সহযোগিতা করেছে সে জন্য তার পরিবারের পাশাপাশি এলাকাার সাধারন মানুষও বেজায় খুশি হয়েছে। আগামীতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য সংগঠনের কাছে অনুরোধ জানিয়েছে স্থানীয় এলাকাবাসি।