সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ধরা পড়ল পরোয়ানাভুক্ত ১০ পলাতক আসামি | চ্যানেল খুলনা

ধরা পড়ল পরোয়ানাভুক্ত ১০ পলাতক আসামি

চ্যানেল খুলনা ডেস্কঃগোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে যশোরের বেনাপোল থেকে পরোয়ানাভুক্ত ১০ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলাধীন বেনাপোলের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানাধীন নটাদিঘা গ্রামের রেজাউল ইসলামের ছেলে কামরুজ্জামান (২৪), পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুল খালেকের ছেলে মনির মোল্লা (৩০), ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৭), নামাজগ্রাম (বাওড়কান্দা) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ছাইরুদ্দিন (৩৩), কাগজপুকুর গ্রামের মৃত মহাসীনুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৪০), ভবেরবেড় (পূর্বপাড়া) গ্রামের রবিউল হোসেনের ছেলে সেন্টু মিয়া (২৮), বড়আঁচড়া গ্রামের খোকন সরদারের ছেলে হাদিস সরদার (২০), সাদিপুর (স্কুলপাড়া) গ্রামের সৈয়দ আলীর ছেলে ইন্তাজুর (৩৫), কাগজপুকুর (দক্ষিণপাড়া) গ্রামের অজিয়ার রহমান গাজীর ছেলে শরিফুল ইসলাম (৪৩) এবং ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আবু তাহেরের ছেলে টুটুল শেখ (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে। এমন খবরের পর বেনাপোলের পৃথক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন জানান, পৃথক পৃথক এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।