আন্তর্জাতিক ডেস্কঃভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত নাগরিক আইন সংশোধনীও এনআরসির প্রতিবাদে আজও সবর ছিলেন মমতা মুখার্জি। বাংলায় কোনোভাবেই নাগরিক আইন ও এনআরসি আইন কার্যকর করতে দেবেন না বলে ফের সাফ জানিয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন, বিজেপি ধর্ম নিয়ে খেলা করছে, তা নিয়ে বিভাজনের রাজনীতি করছে।
মঙ্গলবার (২৪ডিসেম্বর) দুপুরে ভারতের সিমলায় বিবেকানন্দের বাড়ির সামনে থেকে একটি মিছিল বের করে বিধান সরণি’র বেলেঘাটার গান্ধী ভবনে গিয়ে শেষ হয়। মিছিলের শুরুতেই তিনি এসব কথা বলেন।
বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন সারা দেশে এনআরসি হবে, তখন মোদি বলছেন যে তারা নাকি এরকম কথা বলেননি। বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের আসলে সিএএ’র বিরুদ্ধে মানুষের ক্ষোভের জয় বলে উল্লেখ করে মমতা বলেন, এটা দেশের অধিকার রক্ষার আন্দোলন। লখনউ বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধি দলের আটকে থাকার প্রসঙ্গ তুলে নাম না করে জে পি নাড্ডাকে কটাক্ষ করে মমতা বলেন, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আবহাওয়া আছে বলেই সোমবার এতো বড় মিছিল করতে পেরেছিলেন বিজেপির মন্ত্রী।