ক্রীড়া ডেস্কঃসংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কেন্দ্র থেকে ‘বিশেষ মর্যাদা’ বাতিলের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা কাশ্মীর। মোদী সরকারের আচমকা এমন সিদ্ধান্তে দেশ-বিদেশে চলছে সমালোচনার ঝড়।কাশ্মীরের এই অস্থিতিশীল অবস্থায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেনাবাহিনীর লেফট্যানেন্ট কর্নেলের দায়িত্ব নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবস্থান করছেন ভারতে।
কাশ্মীরে দায়িত্বরত ধোনিকে দেখে ক্ষোভ প্রকাশ করে কাশ্মীরের জনগণ। বিশ্বকাপজয়ী এ অধিনায়ককে দেখে পাকিস্তানি ক্রিকেটারের নামে স্লোগান দিয়ে ভারত সরকারে সিদ্ধান্তের প্রতিবাদ করে তারা। ধোনির সামনে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান দিয়ে অভিনব প্রতিবাদ করে কাশ্মীরিরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কাশ্মীরিদের এমন প্রতিবাদের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ধোনিকে দেখে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান দিচ্ছে জনতা।