সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
নওয়াপাড়ায় বস্তিবাসীর আগে পূনর্বাসন তারপর উচ্ছেদের দাবি | চ্যানেল খুলনা

নওয়াপাড়ায় বস্তিবাসীর আগে পূনর্বাসন তারপর উচ্ছেদের দাবি

চ্যানেল খুলনা ডেস্কঃবর্তমান সরকারের নেয়া দেশের ব্যাপক উন্নয়নযজ্ঞের অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়েও বাড়িয়ে চলেছে তার উন্নয়নের বিস্তৃৃতি। প্রধানমন্ত্রীর লক্ষ অনুযায়ী গোটা দেশ কেবল নয় বহিঃবিশ্বের সাথেও সরাসরি রেলযোগাযোগের ব্যাপক নেটওয়ার্কিয়ের কাজ হাতে নেয়া হয়েছে। আর এ কারনে সারাদেশে রেলওয়ে বিভাগে চলছে উন্নয়নের মহা কর্মযজ্ঞ।

সেই উন্নয়নের ছোঁয়া পড়তে চলেছে যশোরের শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ায়।আর এ কারনেই নওয়াপাড়া রেলওয়ে বস্তিবাসীদের উচ্ছেদের ঘোষনা দিয়েছে রেলওয়ে বিভাগ। অবশ্য বস্তিবাসীও দেশের এ মহা উন্নয়নযজ্ঞে নিজেদের সামিল করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

তবে যুগ যুগ ধরে এ রেলওয়ে বস্তীতে বসবাসরত তিন প্রজন্মের ছিন্নমূল মানুষেরা একটু মাথা গোঁজার ঠাই পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি তুলেছেন। তাদের দাবি- ছোট ছোট শিশু, বৃদ্ধসহ পরিবার পরিজন নিয়ে যেন খোলা আকাশের নিচে তাদের ঠাঁই নিতে না হয়।

তাদের প্রতি যেন নেমে না আসে মানবিক বিপর্যয়। এসকল ছিন্নমূল অসহায় মানুষেরা বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি তুলে বলেছেন, অভয়নগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে সেখানে সরকারের শতশত বিঘা খাস জমি রয়েছে।

যা যুগ যুগ ধরে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছে, সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। ওই জায়গাগুলো পূণঃউদ্ধার করে সেখানে এসকল বস্তিবাসীদের পূণর্বাসন করলে তাদের মানবেতর জীবন যাপন করতে হবেনা। পাশাপাশি সরকারের মহা উন্নয়নযজ্ঞে তারাও হবে অংশিদার। আর এ দাবিতে বাস্তুহারাবাসী সমাবেশ ও মানববন্ধন করেছে।

‘ আগে পূনর্বাসন তারপর উচ্ছেদ’ এমন স্লোগানে শতশত বস্তিবাসী গতকাল এ সমাবেশ ও মানববন্ধনে যোগ দেয়। শনিবার সকালে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের আয়োজনে নওয়াপাড়া রেলস্টেশন চত্বরে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভয়নগর উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি নূর ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বস্তিবাসীদের দাবির সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা,

নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের সভাপতি লুৎফর সানা, সাধারণ সম্পাদক বাবু শিকদার। এসময় বাস্তুহারাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, রোকন শেখ, আদিল, মিজানুর রহমান ডালিম, জাহিদ মোল্যা, রাজিয়া বেগম, রোকেয়া খাতুন প্রমুখ।

এসময় বক্তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখে বাস্তুহারবাসীর পূর্ণবাসনের দাবি করা হয়। পরে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় ‘জয় বাংলা’ শ্লোগানে প্রকম্পিত হতে থাকে স্টেশন এলাকা।

এদিকে বস্তিবাসীদের দাবির সাথে সহমত পোষন করে আজ রবিবার সকালে অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের নেতৃত্বে

উপজেলা আ’লীগের অন্যান্য নেতৃবৃন্দ যশোরের জেলা প্রশাসক মো. শফিউল আরিফের সাথে মতবিনিময় করবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। নওয়াপাড়ায় রেলওয়ের জমিতে বসবাসকারী ছিন্নমূল বস্তিবাসীর পূর্ণবাসনের দাবিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।