সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
নগরীতে কোরবানির পশু জবাইয়ের জন্য কেসিসি’র ১৩৬টি স্থান নির্ধারণ | চ্যানেল খুলনা

নগরীতে কোরবানির পশু জবাইয়ের জন্য কেসিসি’র ১৩৬টি স্থান নির্ধারণ

চ্যানেল খুলনা ডেস্কঃ কোরবানির পশু জবাইয়ের জন্য খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র ৩১টি ওয়ার্ডে ১৩৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ স্থান গুলো চূড়ান্ত করা হয়। গত বছর নির্ধারিত স্থান ছিলো ১৬৩টি। যার লক্ষ্যমাত্রা অর্জন হয়েছিলো শতকরা ৪৫ ভাগ। তবে এবারও লক্ষ্যমাত্রা পূরণে ঈদের আগের দিন পর্যন্ত ব্যাপক প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।
কর্পোরেশন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী গত বছর ঈদুল আজহায় নগরীতে ৯৫০০ পশু কোরবানির দেয়া হয়। লক্ষ্যমাত্রা অর্জন হয়েছিলো মাত্র শতকরা ৪৫ ভাগ। ভাল সুফল পাওয়া না যাওয়ায় ৩১টি ওয়ার্ডে কিছু স্থান কমিয়ে এবার ১৩৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানগুলো হলো ১নং ওয়ার্ডে জাতীয় তরুন সংঘ মাঠ, দীঘির পশ্চিম পাড়, কালিবাড়ী দিঘির পাড়, পশ্চিমপাড়া মতির বাগানবাড়ী, মহেশ্বরপাশা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়, পুলিশ ফাঁড়ি রোড, শহীদ জিয়া মহাবিদ্যালয় মাঠ ও মহেশ্বরপাশা উত্তর বনিক পাড়া, খানা বাড়ি। ২নং ওয়ার্ডে কেডিএ আবাসিক জামে মসজিদের সামনে, এ্যাজ্যাক্স জুট মিলস্ ফুটবল খেলার মাঠ, মীরেরডাঙ্গা তেঁতুলতলা মাঠ, সেনপাড়া জহির উদ্দিন গন বিদ্যাপীঠ স্কুল মাঠ ও রেলীগেট কৃষ্ণ মোহন স্কুল মাঠ। ৩নং ওয়ার্ডে মহেশ্বরপাশা সাড়াডাঙ্গা মাঠ, কার্ত্তিক কুল ঈদগাহ ময়দান, মধ্যডাঙ্গা স্কুল মাঠ ও মাঠের বাড়ী স্কুল। ৪নং ওয়ার্ডে দেয়ানা দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, দৌলতপুর কলেজিয়েট স্কুল মাঠ, দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠ প্রাঙ্গন ও দেয়ানা মোল্যা পাড়া স্কুল মাঠ প্রাঙ্গন। ৫নং ওয়ার্ডে আঞ্জুমান ঈদগাহ ময়দান, কল্পতরু চত্বর, দত্তবাড়ি ইসহাকিয়া মাদ্রাসা ময়দান, তিন দোকানের মোড় খানজাহান আলী মাদ্রাসা ময়দান ও দৌলতপুর বাজার তুলাপট্টি সংলগ্ন খোলা চত্বর। ৬নং ওয়ার্ডে পাবলা সবুজ সংঘ মাঠ প্রাঙ্গণ, পাবলা শেরে বাংলা স্কুল মাঠ প্রাঙ্গণ, পাবলা কারিকরপাড়া স্কুল মাঠ প্রাঙ্গন ও পাবলা মধ্যপাড়া দাসের ভিটা। ৭নং ওয়ার্ডে কাশিপুর ফুটবল মাঠের উত্তর পার্শ্বে, মোল্লা বাড়ির সামনে ও শহিদ কমিশনারের বাড়ির সামনে। ৮নং ওয়ার্ডে খানজাহান আলী মাদ্রাসা ক্রিসেন্ট গেট, ক্রিসেন্ট আলিম মাদ্রাসার মাঠ ও গোয়ালপাড়া কমিউনিটি সেন্টার। ৯নং ওয়ার্ডে গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসার সম্মুখে, মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার সম্মুখে, মুজগুন্নী উত্তরপাড়া ঈদগাহ মাঠ ও বাস্তুহারা কলোনী ঈদগাহ মাঠ। ১০নং ওয়ার্ডে দারুল মোকাররম মাদ্রাসা মাঠ, চিত্রালী সুপার মার্কেট সংলগ্ন, খাদেমুল ইসলাম মাদ্রাসা, ২১৮নং রোড ঈদগাহ সংলগ্ন, স্কাউট মাঠ, বঙ্গবাসী স্কুল রোড, স্কুলগেট সংলগ্ন ও নয়াবাটি মোড়। ১১নং ওয়ার্ডে খালিশপুর নিউ মার্কেট সংলগ্ন কসাইখানা, প্লাটিনাম শ্রমিক ক্লাব প্রাঙ্গণ, তৈয়্যেবা কলোনী মাদ্রাসা ও পিপলস নিউ কলোনী প্রাঙ্গন। ১২নং ওয়ার্ডে আরাবিয়া মসজিদ চত্বর, স্যাটেলাইট স্কুল চত্বর, হাউজিং তিন তলা, শ্রমিক ভবন চত্বর ও বায়তুল কেরাম মসজিদ চত্ত্বর। ১৩ নং ওয়ার্ডে চরের হাট ঈদগাহের পার্শ্বে, কাজী ইমতিয়াজ উদ্দিন সাহেবের বাড়ির সামনে, দত্তপাড়া, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে, আলমনগর নূরানীয়া জামে মসজিদের পার্শ্বে ও ২নং নেভী গেট। ১৪নং ওয়ার্ডে মুজগুন্নী মহাসড়ক, রোড নং-০৮ এর মাথায়, বয়রা মধ্যপাড়া জামে মসজিদের সামনে, কাজী আঃ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও রায়ের মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ। ১৫নং ওয়ার্ডে হালদার পাড়া (কাউন্সিলর সাহেবের বাড়ির সামনে), পালপাড়া রোলিং মিল মসজিদ মাদ্রাসার মাঠ, ভ্যাল্যের বিল রোড (শফিউল্লা ভাইয়ের বাড়ির উত্তর পার্শ্বে) ও পলিটেকনিক কলেজের ভিতরের মাঠ। ১৬নং ওয়ার্ডে জোড়াগেট সিএন্ডবি কলোনী মসজিদ চত্বর, বয়রা ফারুকিয়া মাদ্রাসা চত্বর, বয়রা হাজী মুনসুর স্কুল চত্বর, নূর নগর ইসলাম মিশন মাদ্রাসা চত্বর ও বয়রা মেইন রোড টেক্সটাইল মিল জামে মসজিদ চত্বর। ১৭নং ওয়ার্ডে ছোট বয়রা সবুজ সংঘের মাঠ, সোনাডাঙ্গা আ/এ ১ম ফেজ বায়তুল মোকারম মসজিদের সামনের মাঠ, সোনাডাঙ্গা আ/এ ২য় ফেজ মসজিদের মাঠ, সোনাডাঙ্গা আ/এ ৩য় ফেজ মসজিদের সামনে মাঠ ও হাফিজ নগর আমানত জামে মসজিদের মাঠ। ১৮নং ওয়ার্ডে তালিমুল মিল্লাত খালাসী মাদ্রাসা প্রাঙ্গণ, সবুজবাগ জামে মসজিদ প্রাঙ্গন, মসজিদে ওমর (রাঃ) ঈদগা মাঠ ও গল্লামারী কসাইখানা। ১৯নং ওয়ার্ডে ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, ডালমিল মোড় সংলগ্ন ন্যাশনাল স্কুল মাঠ, গোবরচাকা শিশু একাডেমীর মাঠ, কেডিএ এভিনিউ তেঁতুলতলা মোড় চত্বর ও পল্লীমঙ্গল স্কুল মাঠ। ২০নং ওয়ার্ডে বাগানবাড়ি জামে মসজিদ চত্বর, শেখপাড়া মেইন রোড চত্বর, ফারাজিপাড়া মেইন রোড, দ্বীনওয়ালি জামে মসজিদ চত্বর, ফেরিঘাট জিন্নাহ মসজিদ চত্বর ও ২০নং ওয়ার্ড অফিস চত্বর। ২১নং ওয়ার্ডে হেলাতলা রোড স্বর্ণপট্টি চত্বর, বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, ৪নং ফুড ঘাট চত্বর, রেলওয়ে হাসপাতাল রোড, বায়তুন নাজাত মাদ্রাসা চত্বর ও স্যার ইকবাল রোড, এ হোসেন প্লাজার সামনে। ২২নং ওয়ার্ডে “করোনেশন বিদ্যা নিকেতন” গগন বাবু রোড, খুলনা জিলা স্কুল, হাজী আবু হানিফ মাদ্রাসা নতুন বাজার ও খান এ সবুর রোড মহিলা মাদ্রাসা। ২৩ নং ওয়ার্ডে গ্লোক মনি শিশু পার্ক, “ল” কলেজ মসজিদ প্রাঙ্গন, পিটিআই মোড়, পুরাতন জোহরা খাতুন শিশু বিদ্যালয় ও ইয়োলোর মাঠ, সামসুর রহমান রোড, খুলনা। ২৪নং ওয়ার্ডে দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গন, মুসলমানপাড়া, ২৪নং ওয়ার্ড অফিস প্রাঙ্গন ও অগ্রণী ব্যাংক টাউন মসজিদ প্রাঙ্গন। ২৫নং ওয়ার্ডে বসুপাড়া কবরস্থান সংলগ্ন মসজিদ প্রাঙ্গন, ২৫নং ওয়ার্ড সংলগ্ন খোলা জায়গা, সিদ্দিকীয়া মাদ্রসা মাঠ, হক সাহেবের রাইস মিল চাতাল, ইসলাম কমিশনার মোড়ের পাশের মাঠ ও খোরশেদ নগর প্রবেশ মুখ চত্বর। ২৬নং ওয়ার্ডে পশ্চিম বানিয়াখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোলা চত্বর, কাশেমাবাদ জামে মসজিদ খোলা চত্বর, বসুপাড়া বাঁশতলা বরকতিয়া মাদ্রাসা সংলগ্ন খোলা চত্বর ও ২৬নং ওয়ার্ড অফিস চত্বর। ২৭নং ওয়ার্ডে খাদেমুল ইসলাম মাদ্রাসা, পূর্ব বানিয়াখামার, মারকাজুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠ, বাইতুন নজাত মাদ্রাসা ও মিস্ত্রীপাড়া পৌর-বাজার। ২৮নং ওয়ার্ডে পশ্চিম টুটপাড়া প্রাইমারী স্কুল রোড, বিনোদনী হাসপাতাল রোড, টুটপাড়া, মিয়া পাড়া ২য় গলি, দক্ষিণ টুটপাড়া বালুর মাঠ ও দক্ষিণ টুটপাড়া ঈদগাহ মাঠ। ২৯নং ওয়ার্ডে খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গন, কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও সবুরননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গন। ৩০নং ওয়ার্ডে চাঁনমারী আহম্মাদীয়া এতিমখানা মাদ্রাসা চত্বর, দক্ষিণ টুটপাড়া বায়তুল আমান জামে মসজিদ চত্বর, শেখ মকবুল আহম্মেদ জামে মসজিদ এর পাশেও টুটপাড়া আমতলা হাসপাতাল চত্বর। ৩১নং ওয়ার্ডে লবণচরা ইসলামপাড়া ছোট বান্দা, দুই কালভার্টের পার্শ্ব ফাকা জায়গায়, লবণচরা মোক্তার হোসেন সড়কের মধ্যখানে স্কুল চত্বরে, মোজাহিদপাড়া আল-আমিন জামে মসজিদের সম্মুখে, ৩১নং ওয়ার্ড অফিস সংলগ্ন খোলা চত্বর ও জিন্নাহপাড়া শিশু মেলা স্কুল মাঠে।
খুলনা সিটি কর্পোরেশনের সিনিয়র ভেটেরিনারি সার্জন ডাঃ রেজাউল করিম বলেন, কোরবানিদাতাদের বাড়ি পর্যাপ্ত জায়গা থাকলে তারা এসব স্থানে পশু নিয়ে আসে না। তাই কিছু স্থান ফাকা পড়ে থাকে। সেজন্য এবার কিছু স্থান কমানো হয়েছে। তবে এবারও নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য এবারও ব্যাপক প্রচারণা চালানো হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা থেকে রূপসা ও কপোতাক্ষ ট্রেনের যাত্রা বাতিল

হাসিব হত্যা মামলায় ২১ জ‌নের যাবজ্জীবন

খুলনায় এক লাখ চার হাজার ৭১ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে

মহানগরে চোরাই মোটর সাইকেলসহ একজন গ্রেপ্তার

এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই আবহাওয়ায় বেড়ে উঠেছে : আজিজুল বারী হেলাল

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।