খবর বিজ্ঞপ্তি: খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে সদর থানা তাঁতী দলের উদ্যোগে নগরীর ৩০নং ওয়ার্ডের টুটপাড়া মেইন রোড, রূপসা সন্ধ্যা বাজার, খানজাহান আলী রোড, সচিন পাড়া, মরিয়ম পাড়াসহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন মহানগর তাঁতী দলের আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ শেখ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, সেলিম বড় মিয়া, মোল্যা আলী আহমেদ, মাসুদ রেজা, হাবিবুর রহমান, মো. ফারুক হোসেন, শেখ ইউনুচ আলী, বাচ্চু হোসেন, আতাউল করিম, সোহাগ মোল্যা, সাচ্চু শেখ, মঞ্জুর রহমান খান, পলাশ শেখ, সামসুর রহমান, মোস্তফা সানা, মো. রুবেল, রিপন হাওলাদার, সুমন মাতুব্বর, মো. মুন্না, সাগর শেখ, সোহাগ, মেহেদী হাসান, মো. হুমায়ুন, মিজান শিকারীসহ অনেকে।