খুলনা নগরীর মম মার্কেটের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওবায়দুল ইসলাম (৩৩) যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে।
মৃত নাম মো. ওবায়দুল ইসলাম (৩৩) খুলনা নগরীর লবণচরা থানার মোহাম্মদ নগরের সাহার উদ্দিন হাওলাদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মুরগির গাড়ির ছাদে উঠে কাজ করার সময় দুর্ঘটনাবশত উপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ির নিচে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উক্ত ঘটনায় লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।