নগরীর সাতরাস্তা মোড়, পিটিআই মোড়, রূপসা শ্রম অধিদপ্তরের সামনে, রূপসা ট্রাফিক মোড়, সার্কিট হাউজ মোড়, জেলা আইনজীবী সমিতির সামনে, জেলখানা ঘাট, সোসাইটি সিনেমা হলের সামনে, সদর হাসপাতালের সামনে, ডাকবাংলো বেবীস্ট্যান্ড, পাওয়ার হাউজ মোড়, শিববাড়ি মোড়, নিউ মার্কেট, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, গল্লামারী মোড়, নিরনালা মোড় ও রায়পাড়া মোড়ে অসহায়, ছিন্নমুল, ভাসমান, ভবঘুরে ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ১১টা হতে ২টা পর্যন্ত ডাকবাংলো মোড়স্থ এম সিকিউরিটিজ লিমিটেড এর এমডি নুরুল আলম চৌধুরীর সহযোগিতায় এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি ডা. মো. আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি আহমেদ হোসেন, পরিবেশ সম্পাদক মীর কাওসার আহমেদ মিজু, সদস্য শেখ শহিদুল ইসলাম, মোহাম্মদ হোসেন ও আবুল হোসেন প্রমুখ।