চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা সদর থানার মাদক মামলার এক আসামিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর লবণচরা থানাধীন উত্তর হরিণটানা খালপাড় এলাকার মোঃ আব্দুল কুদ্দুস শিকদারের ছেলে মোঃ হারুন-অর-রশিদ ওরফে পান্না (২৯)। রায় ঘোষণাকালে আসামি পান্না পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মোঃ হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ৯ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে নগরীর পিকচার প্যালেস মোড়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় হোটেল মালেকের এক নম্বর রুম হতে ৭৫ পিস ইয়াবাসহ পান্নাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই সুজিত মিস্ত্রি বাদী হয়ে পান্নার বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-১৭। ওই বছরের ৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন কুমার মৈত্র আদালতে পান্নাকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এড. কে এম ইকবাল হোসেন ও এপিপি এড. মোঃ কামরুল ইসলাম জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন এড. আক্তার জাহান রুকু।