খুলনা অফিসঃস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) খুলনা অফিসের ক্যাশিয়ার মোঃ আমিনুর রহমান ঠিকাদারদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে তিনি অফিস করা বন্ধ করে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। এ ঘটনায় মামলা হলে উজ্জ্বল ও উৎসব নামে দুই ঠিকারদারকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার হওয়ার আগে হামলাকারী দু’ঠিকাদার বলেন, কোন হামলার ঘটনা ঘটেনি। শুধুমাত্র কথা কাটাকাটি হয়েছে। ৪৭ লাখ টাকার বিল দাখিল হলেও মাত্র ১১ লাখ টাকা প্রদান করায় এ কথা কাটাকাটি হয় বলেও তারা জানান।
হামলার শিকার এইচইডি’র ক্যাশিয়ার মোঃ আমিনুর রহমান বলেন, আজ (মঙ্গলবার) সকালে আল কাদির এন্টারপ্রাইজের উজ্জ্বল ও উৎসব এন্টারপ্রাইজের উৎসব তার ওপর ক্ষীপ্ত হয়ে শারিরীকভাবে লাঞ্ছিত করেন। এরপর তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন। অফিসে এই মুহূর্তে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।
যশোর থেকে খুলনা আসার পথে নির্বাহী প্রকৌশলী কাজী শামসুল আলম ঘটনা শুনেছেন বলে নিশ্চিত করেন। শেষ বিল না পাওয়ায় দু’জন ঠিকাদার তার অফিসের ক্যাশিয়ারকে মারধর করেছেন বলেও শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
তবে আল কাদির এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর উজ্জ্বল বলেন, ৪৭ লাখ টাকার বিল দাখিলের পর সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলে স্বাক্ষর করলেও নির্বাহী প্রকৌশলী ও ক্যাশিয়ারের যোগসাজসে মাত্র ১১ লাখ টাকার চেক দেয়া হলে শুধুমাত্র কথা কাটাকাটি হয়। তার ওপর কোন হামলা হয়নি। উৎসব এন্টারপ্রাইজের উৎসব বলেন, ক্যাশিয়ারের গায়ে হাত দেয়া হয়নি, শুধুমাত্র উত্তেজিত হয়ে কথা বলা হয়েছে।