চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর বড় বাজারের আবাসিক হোটেল সোহাগ থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জন নারী পুরুষকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ ডিবি)। গতকাল রবিবার দুপুর সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে ২ জন পুরুষ ও ৫ জন মহিলাকে গ্রেফতার করা হয়।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক এস এম নাফিউর রহমান ৭ জনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে কারাদাণ্ডাদেশ প্রদান করেন। হোটেল সোহাগের মালিক কমল চক্রবর্তীকে ১৫ দিন এবং ইসমাইল, নিপা, লিপি, নাসরিন, ডালিম ও রহিমার প্রত্যেককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন নগরীর ভৈরব স্ট্যান্ড রোডের হোটেল সোহাগের মালিক মৃত কার্তিক চক্রবর্তীর ছেলে কমল চক্রবর্তী (৫০), যশোর জেলার অভয়নগর থানার মশিহাটি গ্রামের মৃত আব্দুল রহিম সরদারের ছেলে মোঃ ইসমাইল সরদার (৪০), নগরীর মুজগুন্নি কুড়িভিটা এলাকার বাদশা সরদারের স্ত্রী মোছাঃ নিপা (২৫), মুজগুন্নী কাজিপাড়ার আমিরুল কাজির ভাড়াটিয়া জুয়েল শেখের স্ত্রী মোছা. লিপি বেগম (৩০), নড়াইল জেলার কালিয়া থানার উথালী গ্রামের বাচ্চু শেখের স্ত্রী মোছাঃ নাসরিন বেগম (২৮), রূপসা থানার সিংহেরচর গ্রামের চান মিয়ার মেয়ে ডালিম বেগম (৩০) ও নগরীর লবণচরা লালু সর্দারের বাড়ির ভাড়াটিয়া মৃত মজিদ সর্দারের মেয়ে রহিমা বেগম (৪৩)।
মামলার বিবরণে জানা যায়, গতকাল রবিবার দুপুর সোয়া ১টার দিকে খুলনা থানাধীন বড় বাজারের আবাসিক হোটেল সোহাগে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ ডিবি)। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হয় যার প্রসিকিউশন নং-৩১/১৯।