নগরীর দক্ষিণ টুটপাড়া বড়খালপাড় মুজাহিদপাড়া আল আমিন জামে মসজিদের আয়োজনে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর মসজিদের জানাজা চত্ত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসীরে কুরআন ও খুলনা নেছারীয়া কালিম মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা আবু বকর সিদ্দীক, প্রধান বক্তা ছিলেন খুলনা দারুল কুরআন সিদ্দীকীয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন হাজী আব্দুল মালেক সালেহীয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও আল আমিন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাফায়াতুল ইসলাম। মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুর রশিদ হাওলাদার।