চ্যানেল খুলনা ডেস্কঃমদ ও বিয়ারসহ মাদক সম্রাট শাহজাহানের দু’সহযোগীকে গ্রেফতার করেছে খুলনা ও লবণচরা থানা পুলিশ। শনিবার রাতে ও গতকাল রবিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় খুলনা ও লবণচরা থানায় ওই দু’সহযোগীর সঙ্গে মাদক সম্রাট শাহজাহানকে আসামি করা হয়েছে। তবে তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মাদক সম্রাট মোঃ শাহজাহান হাওলাদার (৫৪) সাচিবুনিয়া মদিনাবাদ ওয়াপদা রোডের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। শাহজাহানের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
গ্রেফতার দু’জন হলেন লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার মোঃ আইয়ুব উদ্দিন মুন্সির ছেলে শাহজাহানের গাড়ীচালক মোঃ আউয়াল উদ্দিন (৩৮) ও বটিয়াঘাটার দেবীতলা গ্রামের অঞ্জন রায়ের ছেলে মাদক সম্রাট শাহজাহানের প্রধান সহযোগী জিকো রায় (৩০)।
গতকাল খুলনা থানায় গ্রেফতার জিকো রায়কে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিএম মনিরুজ্জামান। এ সময় জিকো আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দী প্রদান করেন। জিকোর দেয়া ফৌজদারী দণ্ডবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রেকর্ড করেন। অপরদিকে লবণচরা থানায় গ্রেফতার মোঃ আউয়াল উদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমাণ্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিদ্যুৎ বরন বিশ্বাস। আদালত রিমান্ড শুনানির দিন আজ সোমবার ধার্য করেছেন।মামলার বিবরণে জানা যায়, রবিবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার রোড নং-১ ও বাড়ি নং-৯৭ নাজমা নীড়ে অভিযান পরিচালনা করে খুলনা থানা পুলিশ। এ সময় জিকোর ঘর তল্লাশি করে ৭ বোতল মদ ও ৩৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় জিকোর ও শাহজাহানের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয় (নং-২৬)। অপর দিকে শনিবার রাত পৌনে ১১টার দিকে সাচিবুনিয়া বিশ্ব রোডের মোড়ে অভিযান পরিচালনা করে লবণচরা থানা পুলিশ। এ সময় গল্লামারীগামী একটি প্রাইভেট কারকে সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে মাদক সম্রাট শাহজাহান পালিয়ে যায়। এ ঘটনায় আউয়াল ও শাহজাহানের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয় (নং-৬)।