সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
নগরীর হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ে অবৈধ পন্থায় প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ | চ্যানেল খুলনা

নগরীর হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ে অবৈধ পন্থায় প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ

নগরীর হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ে সম্প্রতি অবৈধ পন্থায় প্রধান শিক্ষক নিয়োগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা দীপ্তি রানী দে। এনিয়ে আদালতেরও শরণাপন্ন হয়েছেন তিনি।
অভিযোগে জানা যায়, উক্ত বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তিতে প্রচুর দোকান ভাড়া রয়েছে। যা থেকে প্রতিমাসে বিদ্যালয়ের আয় আসে। যে কারণে এ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হতে আগ্রহী হন এলাকাবাসী।
অনুসন্ধানে জানা গেছে, এসব পরিচালনা পর্ষদের সদস্যরা নানাবিধ অনিয়মের সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা সরকারি নিয়মকে উপেক্ষা করে নিজেদের স্বার্থে বিদ্যালয়কে ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ে ব্যস্ত থাকেন।
এসবের ধারাবাহিকতায় সম্প্রতি ওই বিদ্যালয়েযরই শিক্ষক অনুপ কুমার বৈরাগীর কাছ থেকে ১২ লক্ষাধিক টাকা নিয়ে তাকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ কাজে কোতোয়ালি থানা শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমিন তাদের সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে।
সাবেক প্রধান শিক্ষিকা দীপ্তি রানী দের মামলার বিবরণে জানা যায়, দীপ্তি রানী দে অবসরে যাওয়ার পর আবারো তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পরিচালনা পর্ষদের কাছে আবেদন করেন।
পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আবিদ উল্লাহ-সহ অন্য সদস্যরা এ ব্যাপারে তাকে আশ্বস্তও করেন। কিন্তু তারা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার বৈরাগীর কাছ থেকে ১২ লক্ষাধিক টাকা নিয়ে তাকে প্রধান শিক্ষক করার সকল কার্যক্রম এগিয়ে নেন।
এ ব্যাপারে অনুপ কুমার বৈরাগীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির সাথে কথা বলার জন্য অনুরোধ করেন।
পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আবিদ উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাতে তিনি এবিষয়ে কথা বলতে এড়িয়ে যান। পর্ষদের অন্য সদস্যরা বিষয়টি অবগত থাকলেও গণমাধ্যমের সামনে তারা কথা বলতে চাননি।
সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমেনের সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিআইডির অতিরিক্ত ডিআইজি শম্পা’র সাফল্যগাঁথা কর্মময় জীবন

নগর স্বেচ্ছাসেবক লীগের যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন

শেখ সুজনের মায়ের সুস্থতা কামনায় শেখ রাসেল পরিষদের দোয়া মাহফিল

খুলনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।