নগরীর ১৬নং ওয়ার্ডের ইসলামিয়া কলেজ রোডে আনিস নগর এলাকায় গতকাল রবিবার (০৪ জুন) নৌকা প্রতীক ও নিজের ঘুড়ি মার্কার ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস। ভোটারদের দ্বারে-দ্বারে নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যোগ্য, সৎ ও পরীক্ষিত ব্যক্তিকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে না পারলে শুধু এলাকার উন্নয়নই পিছিয়ে যাবে না; সন্ত্রাসী, ভূমিদস্যু ও অবৈধ অর্থদাতারা মাথা চাড়া দিয়ে উঠবে। তাতে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে। তাই মিথ্যা প্রলোভনে পড়ে পবিত্র ভোট নষ্ট না করে অবশ্যই ঘুড়ি মার্কায় ভোটদানের আহবান জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস।
ভোটারদের দ্বারে-দ্বারে গেলে কাউন্সিলর আনিস বিশ্বাসকে আলিঙ্গনে অশ্র“বিজড়িত কণ্ঠে দোয়া করেন বয়োজেষ্ঠ্য নারী ও মুরব্বীরা। গণসংযোগকালে রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।