নগরীর ১৬নং ওয়ার্ডের জলিল স্মরণী, পিএমজি কলোনী, বয়রা বাজার এলাকায় বুধবার (৩১ মে) ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস। এসব এলাকায় ভোটারদের দ্বারে-দ্বারে নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন তিনি।
এসময়ে তিনি বলেন, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের কালো টাকা গ্রহন করুন। কিন্তু বিবেক-বিবেচনা করে সৎ যোগ্য ও পরীক্ষিত প্রার্থী হিসেবে আমাকে ভোট দিন। আমি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আপনাদের পবিত্র ভোটারে আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ্।
গণসংযোগকালে ভোটারদের দ্বারে-দ্বারে যেয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস। এসময়ে বয়োজেষ্ঠ্য নারী ও মুরব্বীরা আনিস বিশ্বাসকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কণ্ঠে দোয়া করেন। গণসংযোগকালে রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।