নগরীর ১৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস। গতকাল সোমবার (২৯ মে) সকাল ও বিকেলে নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন তিনি।
নগরীর জলীল সরণী ও বয়রা মেইন রোড এলাকায় জনসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই। তার মতো দক্ষ কর্মবীর নগরপিতা নির্বাচিত হলেই খুলনাবাসীর স্বপ্ন পূরণে পদ সুগম হবে। একই সাথে তার ঘুড়ি মার্কায় ভোট দিয়ে ১৬নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সাধারণ ভোটারদের দোয়া ও ভোট প্রার্থনা করেছেন কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস। একই সাথে সাধারণ ভোটারদের মিথ্যা প্রলোভনে পড়ে বিভ্রান্ত না হতে আহবান জানিয়েছেন সাবেক এই ভারপ্রাপ্ত মেয়র। গণসংযোগকালে রাজনীতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।