খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করতে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবন্দ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। দীর্ঘদিন পরে হলেও খুলনায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে শক্তিশালী ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হয়েছে। তিনি আরও বলেন সামনে জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে এবং দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা রাজপথে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ অনুসরণ করতে হবে এবং তার ভিশন ও মিশন বাস্তবায়নে কাজ করতে হবে নবনির্বাচিত নেতৃবৃন্দকে।” গতকাল সোমবার দুপুর ১২.৩০ ঘটিকায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃবৃন্দ অবিভাবক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় করেন এবং এর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এর পূর্বে শুকরিয়া আদায়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এস.এম খালেদিন রশিদী সুকর্ণ, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান, আলহাজ¦ শেখ মোশাররফ হোসেন, অসিত বরণ বিশ^াস, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম, শেখ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া, মীর বরকত আলী, মোঃ মোতালেব হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু হানিফ, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, একেএম শাহজাহান কচি, এবিএম আদেল মুকুল, ড. সাঈদুর রহমান, খান মো: সাইফুল ইসলাম, কাজী জাকারিয়া রিপন, গোলাম রব্বানী টিপু, মোঃ কামাল শিকদার, গোলাম মাওলা টিংকু, রোজী ইসলাম নদী, মোঃ মিজানুর রহমান জিয়া, মো: জিলহাজ¦ হাওলাদার, মো: আশরাফুল আলম বাবু, মো: কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কামাল, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, রেজাইল ইসলাম রেজা, শেখ সাহিদুল ইসলাম সাহিদ, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম নবী, ইসমাঈল হোসেন, মোঃ শফিকুল ইসলাম অভি, মো: শরিফুল ইসলাম প্রিন্স, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ মশিউর রহমান, তাজমুল হক তাজু, সৈয়দ নাসির উদ্দীন, মো: আসাদুল ইসলাম সানি, শাহজাহান শিকদার, শেখ রায়হান উদ্দীন, মাহাবুব মোর্শেদ লিমন, আবির মালিক, শহিদুল শিকদার শিহাব, আসিফ সবুজ, রুপম তালুকদার, মোস্তফা কামাল, মো: আমিরুল ইসলাম বাবু, চৌধুরি তাপস রায়, সাকিব হাসান, রাজিব হোসেন, জাকির হোসেন খোকন, মো: দেলোয়ার হোসেন, মারুফ চৌধুরি রিমন, রফিকুল ইসলাম কাজল, ইকবাল হোসেন, আবু হানিফ, শেখ সাইদ, উজ্জ্বল মন্ডল, হাবিবুর রহমান হাবিব, মারুফ হোসেন, হারুন অর রশিদ, রাজিব হোসেন, রিপনুজ্জামান রিপন, মাসুম চৌধুরি নয়ন, নবাব আহমেদ, বায়েজিত হোসেন, কবির হোসেন, রফিক খান, সুজন শেখ।