খবর বিজ্ঞপ্তিঃ সমাজের নিরন্ত ক্ষুধার্ত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। নিজেদের যার যেটুকু সমর্থ আছে, তা দিয়ে সাহায্য করতে হবে। করোনা ভাইরাসের পাশাপাশি নগর জুড়ে দেখা দিয়েছে মশার উপদ্রব। এক দিকে করোনা ভাইরাস যা চোঁখে দেখা যায় না, অন্য দিকে ডেঙ্গু মশার যন্ত্রণা। সকলকে সচেতন হতে হবে করোনা এবং ডেঙ্গু নামক দানবের হাত থেকে। মনে হচ্ছে গোটা বিশ্ব আস্তে আস্তে কালো অন্ধকারের রূপ ধারণ করছে। করোনার কারণে প্রতিদিন মৃত্যু’র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অমাদেরকে সুস্থ-সবল ভাবে বাঁচতে হলে আরো সচেতন হতে হবে। সকলের সর্বাত্মক সহযোগিতা ছাড়া কারো একার পক্ষে এ মহামারি থেকে দ্রুত উত্তরণ অসম্ভব। বর্তমান সময় আমরা যে প্রেক্ষপটে দাঁড়িয়ে রয়েছি, তা ব্যাক্তি বা দলের বিষয় নয়। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষ যেন খেয়ে মরে না যায়, তাদেরকে বাঁচাতে হবে, এটাই আমাদের মুল লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ্ আমাদের সকলকে সাহায্য করুণ এই মহামারি থেকে।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় নগর বিএনপি’র করোনা ভাইরাসে গৃহবন্ধি অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসুচির অংশ হিসেবে খালিশপুর থানার ১০নং ওয়ার্ডের মহসীন কলেজের সামনে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, শহিদুল ইসলাম পাম্পী, শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস, আবুল কালাম জিয়া, আহসানউল্লাহ বুলবুল, এইচ এম সালেক, কাজী আব্দুল লতিফ, এড. মো. আলি বাবু, ইমতিয়াজ আলম বাবু, শামসুর রহমান, লিটন খান, আব্দুর রহমান ডিনো, জাকির হোসেন, ম শ আলম, মেহেদী হাসান সেন্টু, সাইফুল ইসলাম সান্টু, মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম রফিক, নুরে আব্দুল্লাহ, কাল্লু কোরাশী, বাতুল মুন্সি, শেখ ফারুক হোসেন, মশিউর রহমান খোকন, ইকবাল হোসেন, এ আর রহমান, সিরাজুল ইসলাম, ইমরান হোসেন, শফিকুর রহমান, মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম বাবুল, শাকিল, স্বপন, সরদার কামাল হোসেন, দেলোয়ার হোসেন, শামসুর জোহা দিয়ার, মেহেদী হাসান তুহিন প্রমুখ।
দুপুর আড়াইটার দিকে সোনাডাঙ্গা থানার ২৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সিদ্দিকিয়া মহল্লায় মানবতার বাজার বাজার উদ্বোধন করেন এবং অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রকার শাক-সবজী তাদের হাতে তুলে দেন নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, হাফিজুর রহমান মনি, আনিসুর রহমান আরজু, হেদায়েৎ হোসেন হেদু, শরিফুল ইসলাম সাগর, সাজ্জাদ হোসেন জিতু, মোস্তাফিজুর রহমান দিহান, ইমরান হোসেন, এ আর রহমান, আলম হাওলাদার, জুয়েল, মামুন প্রমুখ।