“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ এর ৭ মার্চ ঢাকার রেসর্কোস ময়দান বর্তমান শহিদ সোহরাওয়ার্দী উদ্যানে দাড়িয়ে বজ্রকন্ঠে একটি কালজয়ী মহাকাব্য রচনা করেছেন। কালজয়ী মহাকাব্য অম্লান রাখতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন করেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিবসের শুরুতে সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটিমেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। দলীয় পতাকা উত্তোলন করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।
পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থলে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। সন্ধ্যা সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্ধ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, মোঃ রাজীব হোসাইন, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, মোঃ ইখতিয়ার উদ্দিন মোল্লা, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহজ্জ হাওলাদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ মোজাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান লিপন, ইমরান হাওলাদার, রফিকুল ইসলাম কাজল, খান আজিম হিজল, রফিকুল ইসলাম খান, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, তানভির ইসলাম সাব্বির, মোঃ আকরাম হোসেন, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, শেখ রায়হান উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম অভি, মোঃ কবির হোসেন, ইঞ্জি. মোঃ হাফিজুর রহমান, মোঃ নাসির শেখ, মোঃ মারুফ হোসেন, শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, ইব্রাহিম হোসেন আরজু, এস.এম দিদার, দেবদাশ বিশ্বাস, কোমল বিশ্বাস, মোঃ হানিফ, সাজাহান শিকদার, শেখ সাহিদ, শেখ আনিস, মোঃ রাজু, তুষার সরকার, মোঃ মেহেদি, আকরাম হোসেন, রাজিব মোল্লা, রাজিব হোসেন নীল, মোঃ মাহফুজুল আলম সুমন, মোঃ রাশিক প্রমুখ।