চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা মহামারির সময়ে নটর ডেম কলেজকে আরও সবুজায়ন ও বৃক্ষরোপণে সকলকে উৎসাহিত করার লক্ষ্যে নটরডেমিয়ান সোসাইটি অব জবির পক্ষ থেকে নটর ডেম কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও সিএসসি, নটরডেমিয়ান সোসাইটি অব জবির প্রধান উপদেষ্টা এন আই আহমেদ সৈকত, নটর ডেম কলেজের শিক্ষক শুভাশিস সাহা, মুহাম্মদ নাঈমুর রহমান, নটরডেমিয়ান সোসাইটি অব জবির সভাপতি অলিউল ইসলাম রনি এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের প্রধান উপদেষ্টা এন আই আহমেদ সৈকত বলেন, ‘বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে আমরা সবুজায়ন পৃথিবী গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে চাই। নটর ডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা জাগ্রত হোক সে দৃষ্টিকোণ থেকে আমরা কর্মসূচি হিসেবে প্রথমে কলেজকে বেছে নিয়েছি। এর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য জায়গায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো। আমাদের প্রত্যাশা থাকবে প্রত্যেকে যেন অন্তত একটি করে হলেও গাছের চারা রোপণ করে।